পটুয়াখালী প্রতিনিধিঃ অবশেষে দীর্ঘ অপেক্ষার পর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বড় জামে মসজিদের পুনঃ নির্মান কাজের শুভ সূচনা করলেন পটুয়াখালী বড় জামে মসজিদ ওয়াকফ এস্টেট এর সভাপতি জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।
রবিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মসজিদ সংলগ্ন পুরাতন আদালত মাঠে বড় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবু সাঈদের সঞ্চালনায় বড় জামে মসজিদ পুনঃনির্মান কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বড় জামে মসজিদ ওয়াকফ স্টেটের সদস্য সচিব সদর উপজেলার নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসজিদ ওয়াকফ এস্টেটের সহ-সভাপতি পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তুযোদ্ধা কাজী আলমগীর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ মৃধা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশীদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মাহাবুবুল আলম ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু।
উল্লেখ্য, ১৯০৮ সালে স্থাপিত বড় জামে মসজিদটি ঝুঁকিপূর্ন হওয়ায় প্রায় তিন বছর আগে প্রাক্তন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন মসজিদটি পুনঃনির্মানের জন্য ভেঙ্গে দিয়েছিলেন। দীর্ঘদিন পর মসজিদের ওয়াকফ স্টেট এর জমি সংক্রান্ত আইনি জটিলতা নিরসন করে বর্তমান জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম মসজিদ ওয়াকফ স্টটের নতুন কমিটি করে ৬ তলা বিশিষ্ট বড় জামে মসজিদ পুনঃনির্মান কাজের উদ্বোধনী ঘোষনা দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসুল্লী উপস্থিত ছিলেন।