জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী পুলিশ লাইন্সের নারী ব্যারাক থেকে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারী) সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।
মৃতের নাম তৃষা বিশ্বাস (২২)। তিনি মাদারীপুর জেলার ঢাসা থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। ২০২৩ সালের ৯ নভেম্বর পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান জানান, তৃষা পারিবারিক সমস্যার কারণে মানসিক বিপর্যস্ত ছিলেন। সহকর্মীদের মতে কয়েকদিন আগে তিনি চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ পেলেও তা উপেক্ষা করেন।
ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তৃষার এ ঘটনায় পটুয়াখালী জেলা পুলিশ গভীর শোক প্রকাশ করেছে।