জেছমিন, পটুয়াখালীঃ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এর অধীন ইউএসএআইডি এর অর্থায়নে ও আন্তর্জাতিক সার উন্নয়ণ কেন্দ্র (আইএফডিসি) এর আয়োজনে পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী গ্রামে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্রি ধান-২৩ স্বর্নমুশুরী জাতের ধান কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম মল্লিক।
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায় ও কাজী নিজাম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাফর আহমেদ, উপসহকারী কৃষি অফিসার মোঃ রবি ফয়সাল ও মোঃ সবুজ।
এছাড়াও বক্তব্য রাখেন কৃষক সেলিম প্যাদা ও মোসাঃ নাসিমা বেগম। এ সময় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে অর্ধ শতাধিক কৃষক কৃষাণী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।