ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ (শনিবার ২৫ নভেম্বর) সকাল ১০ টায় গলাচিপা উপজেলাধীন ২নং গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী বাদুরা গ্ৰামের ৯নং ওয়ার্ডের সাবেক বারেক মেম্বারের বাড়ি হইতে একটি মেসোবাঘ বাচ্চাসহ উদ্ধার করেন গলাচিপা ফরেস্ট অফিসের বি.এম মো: নাঈম হোসেন খান এবং এনিমল লাভার অব পটুয়াখালী এর গলাচিপা সমন্বয়ক সোহেল হোসেন রাসেল।
পরবর্তীতে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আল হেলাল এবং গলাচিপার রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এর নির্দেশক্রমে গণমাধ্যম প্রতিনিধি এবং বন বিভাগের নুরুল আমিন, মোহাম্মদ আলী ও স্থানীয় জনগণ এর সম্মুখে গলাচিপা গোলখালী ইউনিয়নের মাঝের চড়ে অবমুক্ত করা হয়।