ইশরাত লিটন, পটুয়াখালীঃ পটুয়াখালীর কুয়াকাটায় রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ১০ম আন্তর্জাতিক পানি সম্মেলন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজিত এই সম্মেলনের এবারের প্রতিপাদ্য হলো “পানির ভূ-রাজনীতি এবং সমুদ্রের ভবিষ্যৎ”।
সম্মেলনে একশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবিরের সঞ্চালনায় সম্মেলনে মুল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন ড. ইমতিয়াজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশসহ নেপাল, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞ প্রতিনিধিরা। আলোচনার মূল লক্ষ্য হলো পানিসম্পদ ব্যবস্থাপনায় টেকসই সমাধান খুঁজে বের করা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। সম্মেলনের প্রথম দিনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে তিস্তা ও সীমান্তবর্তী নদীর ভবিষ্যৎ, জলবায়ু পরিবর্তন ও স্থানীয় উদ্ভাবন,পানি অর্থায়ন, হাইড্রো-কূটনীতির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পানি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অংশীদারীত্ব খুবই গুরুত্বপূর্ণ। আলোচনায় বক্তারা বলেন, “আমরা আশা করি, এই সম্মেলন পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানের পথ দেখাবে এবং আঞ্চলিক শান্তি ও সহযোগিতা বাড়াবে।”
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে একশনএইড বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করে আসছে। এর লক্ষ্য হলো পানিসম্পদ ব্যবস্থাপনায় বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানো। সর্বোপরি ১০ম আন্তর্জাতিক পানি সম্মেলন পানির ভূ-রাজনীতি, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের ভবিষ্যৎ নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং সমাধানের পথে এগিয়ে যাওয়ার একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।