পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদলত। এ সময় রিয়াজ উদ্দিন আবাসিক হোটেলে ২০ হাজার টাকা, কালিকাপুর আবাসিক হোটেলে ১০ হাজার, পায়রা আবাসিক হোটেলে ৪০ হাজার, জোনাকি আবাসিক হোটেলে ২০ হাজার, হক আবাসিক হোটেলে ১০ হাজার এবং রুপসী বাংলা আবাসিক হোটেলে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন মাহমুদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন।
শুক্রবার (১৫ মার্চ) শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকার কারনে জেলার বিভিন্ন স্থান থেকে পরীক্ষার্থী ও অভিভাবকগন শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান নেয়। এসময় তাদের কাছ থেকে রুম প্রতি ২ হাজার থেকে আড়াই হাজার টাকা ভাড়া আদায় করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসকের নজর আসে। তাৎক্ষনিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নামিয়ে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন মাহমুদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ টি আবাসিক হোটেলে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।