জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম মৃধাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলার ৫নং কমলাপুর ইউনিয়নে গত ২৮ এপ্রিল-২০২৪ অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ ছালাম মৃধা। বুধবার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর বায়তুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং মানেজিং কমিটির সদস্যরা নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক এএসপি বীর মুক্তিযোদ্ধা এ কে ইয়াকুব আলী এর সভাপতিত্বে সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ ছালাম মৃধা।
এসময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোঃ রুহুল আমিন, ৮নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক সুলতান পাঠান, তারেক মাহমুদ ও হারুন অর রশিদ প্রমুখ। শেষে দেশের শান্তি কামনায় এক দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মোঃ মোখলেছুর রহমান।
নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংর্বধনা অনুষ্ঠানে ইসলামপুর বায়তুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং মানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।