পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ট্রাকসহ ৬টি চোরা গরু উদ্ধার করেছে পুলিশ। পটুয়াখালী সদর থানা পুলিশের এসআই মো. সাখাওয়াত হোসেন জানান, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে দক্ষিন দিক থেকে একটি গরু বোঝাই ট্রাক পটুয়াখালী ব্রীজের টোল ঘর এলাকায় পৌছলে সেখানে টহলরত এসআই রুবেলের সন্দেহ হলে ট্রাকটি থামানোর চেষ্টা করে। এ সময় চালক ট্রাকটি দ্রুত চালিয়ে ব্রীজ অতিক্রম করে বরিশালের দিকে যাচ্ছিলো। এ ঘটনা এসআই রুবেল এসআই মো. সাখাওয়াত হোসেনকে অবহিত করলে তিনি ওয়ার্লেসে লেবুখালী সেতু এলাকায় টহলরত দুমকি থানার পুলিশকে ট্রাকটি আটক করতে বলে। ট্রাকটির চালক পুলিশের টের পেয়ে সেতুর দিকে না যেয়ে দুমকি হয়ে বগা ফেরিঘাটের আগে চরগরবদির দক্ষিন দিকে দুই কিঃ মিটার দূরে গিয়ে ট্রাকে থাকা ৬ টি গরু মাঠে ছেড়ে দিয়ে চরগরবদি সড়কের দিকে ফিরে তালতলী নামক স্থানে পুলিশ দেখে চালকসহ গরুচোরদল পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় ৬টি চোরা গরু উদ্ধার করে গরুগুলোসহ ট্রাকটি পটুয়াখালী থানায় নিয়ে আসা হয়।
সদর থানার অফিসার্স ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, চোরদল গরুগুলো গলাচিপা থেকে চুরি করে ট্রাকে করে পাচার করার চেষ্টা করছিলো। গরুর মালিকরা খবর পেয়ে থানায় আসতেছে। উপযুক্ত প্রমান সাপেক্ষে প্রকৃত মালিকদেরকে দেয়া হবে। এসআই সাখাওয়াত জানান, আটক ট্রাকটি (রানার্স মোটর, ঢাকা মেট্রো ৬-১২-৪৫৩০) গরু চুরির কাজে ব্যবহার করে আসছে চোরদল।