সুনীল সরকার, পটুয়াখালীঃ "সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ'' প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটির উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কর্মকর্তা সুস্মিতা গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জুয়েল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মইনুল হাসান।