জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে “৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতাল” এর ওটি ব্লকসহ হাসপাতালের অভ্যন্তরীণ কার্যক্রম এর শুভ সূচনা করা হয়েছে।
“শৃংখলাই জীবন” এই শ্লোগান নিয়ে নিরঙ্কুশ কাজ করার ইচ্ছা নিয়ে শনিবার (২২ জুন) সকাল ১০ টায় “৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতাল” এর ওটি ব্লকসহ হাসপাতালের অভ্যন্তরীণ কার্যক্রম এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। এ উপলক্ষ্যে ডায়াবেটিক সমিতি হাসপাতালে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মেডিকেল অফিসার ডা. মেহনাজ হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর সিকদার। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ সুলতান আহম্মেদ মৃধা। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এস এম কবির হসান। এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। দোয়া মোনাজাত করেন বড় জামে মসজিদের খতিব ও জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ।