জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলা শহরের নতুন বাজার টিনপট্টি এলাকায় ভাড়া বাসা থেকে ৩৭০৫ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ মে) বেলা ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মোঃ জসিম উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আশাদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নতুন বাজার টিনপট্টি এলাকায় আলমগীরের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে ৩৭০৫ পিচ ইয়াবা জব্ধ করে। এ সময় আমতলী উপজেলার মহিষডাঙ্গা এলাকার ওসমান হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন (৪৩) কে সহ ৪ জনকে আটক করে। আটক অন্য ৩ মাদক ব্যবসায়ী জেলার মরিচবুনিয়া ইউনিয়নের মোঃ নুর মোহাম্মদ আকন এর ছেলে মোঃ সবুজ আকন (২৫), গলাচিপা থানার গোলখালী ইউনিয়নের চর হরিদেবপুর এলাকার মৃত কাসেম হাওলাদার এর ছেলে মোঃ মহসীন হাং (৫০) ও বরগুনা জেলার আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ডের সদরপাড়া পুরান বাজার সম্ভু নাথের ছেলে সজল চন্দ্র চ্যাটার্জি (৩০)।
এই আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রবা নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে বলে জানান ওসি মোঃ জসিম উদ্দিন। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। এ অভিযান টিমে আরও ছিলেন সদর থানার এসআই দিপায়ন বড়াল, এসআই মোঃ গোলাম সারোয়ার ও এসআই মোঃ শিপন শেখ।