জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে হিন্দু সৎকার ও শ্মশান দিপালী উদযাপন কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটিতে সন্তোষ দাসকে সভাপতি ও সঞ্জয় কর্মকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ কমিটির প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন পটুয়াখালীর পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ।
পটুয়াখালী মহা-শ্মশানে গত দুই বছরে কার্যকরী কমিটি না থাকায় শ্মশান পরিচালনায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে আসছিলো। পটুয়াখালী মহা-শ্মশানের কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল করার লক্ষ্যে রবিবার (২৮ জুলাই) পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ দুই বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি অনুমোদন দিয়েছেন। এছাড়া এই কমিটির উপদেষ্টা হিসাবে রয়েছেন অ্যাড. চন্দন সমদ্দার , অতুল চন্দ্র দাস ও মলয় কুমার কর্মকার।