জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় ইসলামী স্কলার মুফাসসিরে কুরআন ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে ১০ লক্ষাধিক লোকের উপস্থিতির জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন।
শনিবার (২৫ জানুয়ারী) বিকেল ৩ টায় পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত তাফসীরুল কুরআান মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় ইসলামী স্কলার মুফাসসিরে কুরআন ড. মিজানুর রহমান আজহারী। এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জাতীয় ছাত্রনেতা বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. মু. শফিকুল ইসলাম মাসুদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশীদ চুন্নু মিয়া, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন মাওলানা শাইখ মুহাম্মদ জামাল উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল শাহ মুহাম্মদ নেছারুল হক, বিশিষ্ট আলেমে দ্বীন ও মুফাসসিরে কুরআন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ আবু সাঈদ, হাজী মোক্তার আলী মৃধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. কামরুল আহসান। সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক পটুয়াখালী জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. নাজমুল আহসান।
পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল সঞ্চালনা করবেন ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ান ও মো. শহিদুল ইসলাম আল কায়সারী।
আয়োজক সংস্থা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ান জানান, আন্তর্জাতিক ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী’র মাহফিলে ১০ লাখ মানুষের উপস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেব করে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠসহ ১০টি মাঠ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে নারীদের জন্য লতিফ স্কুল, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ ও হাউজিং এস্টেট মাঠ সহ ৩টি মাঠ। শহরজুড়ে ৪০০টি মাইক স্থাপন করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে পটুয়াখালী বিমানবন্দর মাঠে। প্রয়োজনীয় আইনশৃংঙ্খলা বাহিনীর পাশাপাশি ওয়েলফেয়ার ফাউন্ডশনের সহাস্রাধিক ভলান্টিয়ার সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে বলে ফাউন্ডশনের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ান জানান।
এছাড়াও বিপুল সংখ্যক লোকের সেনিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে মাঠের আশপাশে নির্মাণ করা হয়েছে ১ থেকে দেড় হাজার অস্থায়ী টয়লেট।