1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ গৌরনদীতে সাবেক সেনা সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন

পটুয়াখালীতে সমাজসেবার উপপরিচালকের প্রতীকী দায়িত্বে স্কুল শিক্ষার্থী আয়েশা

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ
  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ সমাজসেবা অধিদপ্তরের পটুয়াখালীর উপপরিচালক শিলা রানী দাসের স্থলে এক ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করেছেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ও ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের সদস্য আয়েশা আক্তার।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পৃথিবীব্যাপী গার্লস টেকওভার প্রোগ্রামের আওতায় উপপরিচালকের পদে এই প্রতীকী দায়িত্ব পালন করে আয়েশা। জাতীয় যুব সংগঠন ইয়েস বাংলাদেশের উদ্যোগে ওয়াই মুভস প্রকল্পের সহায়তায় এই কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম শাহাজাদা ও ফজলুল হক ছলাকার, শহর সমাজসেবা অফিসার মেহেদী হাসান, ইয়েস বাংলাদেশ পটুয়াখালী জেলার সভাপতি হাসিবুর রহমান, এনসিটিএফ এর সহ-সভাপতি চাদনী আক্তার, ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার জহিরুল ইসলাম ও ফারহানা আক্তার জলিসহ অন্যান্যরা।

এসময় উপপরিচালক শিলা রানী দাস, প্রতীকী উপপরিচালক ও স্কুল শিক্ষার্থী আয়েশাকে সমাজসেবা অধিদফতরের বর্তমানে ৫৪টি কার্যক্রম, দারিদ্র নিরসন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি, শিশু সুরক্ষামূলক, সামাজিক অবক্ষয় প্রতিরোধ, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি, বৃত্তিমূলক প্রশিক্ষণ, প্রতিবন্ধীতা সহায়ক সামগ্রী উৎপাদন কেন্দ্র, সেবামূলক ও কমিউনিটি ক্ষমতায়ন এবং পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে অবহিত করেন।

এসময় স্কুল শিক্ষার্থী আয়েশা বলেন, আমি আজকের প্রতীকী দায়িত্ব পালনের মধ্যে নিজের ব্যক্তিগত সাহসিকতা ও আগ্রহের উন্নয়ন, বড় বড় চ্যালেঞ্জিং দায়িত্ব পালন ও সমাজের শিশুদের নিরাপত্তা ও সুরক্ষায় কাজ করতে অনুপ্রাণিত হয়েছি।

সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক শিলা রানী দাস বলেন, কন্যা শিশুদের মনোবল বৃদ্ধি ও তাদের আরও অধিকতর অগ্রসর করতে টেকওভার প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের অফিসে এবারের টেকওভার প্রোগ্রাম করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ। সেই সাথে স্কুল শিক্ষার্থী আয়েশাকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের সুচিকিৎসার জন্য জেলা সমাজ সেবা অধিদপ্তরের পক্ষে এ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালনের আহবান জানান।

উল্লেখ্য, গার্লস টেকওভার প্রোগ্রামের মাধ্যমে মেয়েদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি তুলে ধরা হয়। সামাজিক নেতৃত্বে ভূমিকা পালনে এগিয়ে আনতে নারীদের স্বপ্ন দেখানো আর সাহস জোগাতে এই আয়োজন করে থাকে প্ল্যান ইন্টারন্যাশনাল। প্রতীকী এই কর্মসূচির মাধ্যমে এক দিনের জন্য সমাজের গুরুত্বপূর্ণ কোনো পদের দায়িত্ব হস্তান্তর করা হয় একজন কন্যা শিশুর কাছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট