জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে শ্রীশ্রী কালিমাতা মন্দিরে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন উপলক্ষে পূজাপার্বনের পাশাপাশি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) রাতে পটুয়াখালী জেলা শহরের নতুন বাজার শ্রী শ্রী কালিমাতা মন্দির প্রাঙ্গনে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শুভ্রত শীল কর্তৃক সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞ যুগ্ম দায়রা জজ তরুন বসাক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সঞ্জয় কুমার খাসকেল। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর, নতুন বাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কর্মকার।
আলোচনা শেষে ধর্মীয় সংগীত ও নৃত্য পরিবেশন করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রদ্ধা কর্মকার, মুক্তা রানী কর্মকার, সজল কর্মকার, তীব্র কর্মকার, প্রাচী দাস, অনন্ত প্রলয় বাদল, মৃদুল, মেঘমালা কর্মকার, চৈতালী কর্মকার, প্রিয়শী দাস। তবলায় ছিলেন শেখর চন্দ্র দাস। সংগীতানুষ্ঠান শেষে আগতদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সোমবার আরতী প্রতিযোগিতা রয়েছে বলে বাদল হালদার জানান।