ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ পটুয়াখালী মডেল মসজিদে শুক্রবার (২ ফেব্রুয়ারী) বাদ আসর বাউফল উপজেলার নওমালা গ্রাম নিবাসী এএইচ এম মুনসুর এর পুত্র মো. নজরুল ইসলাম এর সাথে বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রাম নিবাসী মো. সহিদুল ইসলামের কন্যা ইসরাত জাহান শান্তার বিবাহ সম্পন্ন হয়। এ সময় বর নজরুল ইসলাম ইসলামি শরিয়ত মোতাবেক মোহরানা’র ৪ লক্ষ টাকা পরিশোধ করেন।
এ বিবাহ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. তানভীরুল ইসলাম। কাজী ছিলেন আঃ রউফ। এ সময় বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিলো বিবাহে কাবিন নামায় ধার্য্যকৃত নগদ ৪ লক্ষ মোহরানা’র টাকা তাৎক্ষনিকভাবে শরিয়ত মোতাবেক কনের পাওনা দাবী কনের পিতা মো. সহিদুল ইসলামের হাতে তুলে দেন বর মো. নজরুল ইসলাম।