জেছমিন, পটুয়াখালীঃ সোমবার ১৬ ডিসেম্বর দুপুর ১২ টায় পটুয়াখালীর অন্যতম বিদ্যাপিঠ রোজ গার্ডেন প্রি ক্যাডেট স্কুল এর শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে ক্লাস পার্টি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাফিয়া আখতার এর সভাপতিত্বে ও স্কুলের পরিচালক নাজমা ইসলাম এর সঞ্চালনায় জাতীয় সংগীত ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে শেষ হয়। বিকেল ৪ টায় পটুয়াখালী শিশু পার্কে সকল ছাত্র-ছাত্রী নিয়ে হয় ঘোরাঘুরি ও বিভিন্ন রাইডসএ চড়ে আনন্দ উপভোগ।
রোজ গার্ডেন প্রি ক্যাডেট স্কুলের এমন আয়োজনে খুশি ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। ভবিষ্যতে স্কুলের সুনাম ধরে রেখে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে স্কুল পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাফিয়া আখতার।