সুনীল সরকার, পটুয়াখালীঃ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় পটুয়াখালীর ঝাউতলা সংলগ্ন শিশু পার্কে রেনেসাঁ আইডিয়াল স্কুলের আয়োজনে ২য় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ইন্জিনিয়ার মোঃ রাসেল হোসাইন এর আমন্ত্রণে ও কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বাদল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোঃ রেজাউল করীম। ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন ওয়েল্ডিং এ্যান্ড ফেব্রিকেশন বিভাগের চীফ ইনস্ট্রাক্টর মোঃ আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানের ১ম পর্বে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় তাদের অভিভাবকগণকে উপস্থিত থাকতে দেখা যায়। বিকেলে ২য় পর্বে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।