1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ গৌরনদীতে সাবেক সেনা সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন

পটুয়াখালীতে রাইট টু গ্রো প্রকল্পের মিডিয়া অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ প্রতিটি শিশু তাদের পূর্ণ সম্ভাবনায় পৌছাতে সক্ষম করে তোলার লক্ষ্যে রাইট টু গ্রো প্রকল্প এলাকার প্রেক্ষাপট দিয়ে শক্তিশালী প্রমান বৃদ্ধির জন্য পটুয়াখালীতে মিডিয়া অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় শুরু হয়ে দিনব্যাপী সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী (এসডিএ) প্রশিক্ষণ কেন্দ্রে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত মিডিয়া অ্যাডভোকেসি কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এসডিএ এর প্রোগ্রাম ম্যানেজার সৈকত মজুমদার সৌরভ।

পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সোহরাব হোসেন এর সভাপতিত্বে এসডিএ’র প্রকল্প কো-অর্ডিনেটর শামীমা সুলতানা কর্তৃক সঞ্চালনায় মিডিয়া অ্যাডভোকেসি কর্মশালায় রাইট টু গ্রো প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং অগ্রগতি বিষয়ে আলোচনা করেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রকল্প ম্যানেজার ফয়সাল আহম্মেদ।

প্রকল্পের সংক্ষিপ্ত বিবরনী, প্রকল্পের উল্লেখযোগ্য অর্জন ও ভালো অনুশীলনসমূহ মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন প্রকল্পের ম্যানেজার শামীমা সুলতানা। প্রকল্পের কর্ম এলাকা ১৪টি ইউনিয়নের ভালো শিখনসমূহ (হেলদি ভিলেজ কার্যক্রম) ও কেস স্টোরি প্রদর্শন করেন সাংবাদিক চিন্ময় কর্মকার।

কর্মশালায় আলোচনা করেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সাবেক ট্রাজারার শংকর লাল দাস, রাইট টু গ্রো প্রকল্পের প্রকল্প ম্যানেজার সৈকত মজুমদার সৌরভ, পায়রা সুশীল সমাজ কমিটির সভাপতি শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, কালিকাপুর ইউপি চেয়ারম্যান সালমা বেগম, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, ইটবাড়িয়া ইউপি সদস্য খালেদ আক্তার, ম্যাক্স ফাউন্ডেশনের মোঃ মতিউর রহমান, জাগো নারী এর নির্বাহী পরিচালক কোহিনুর রেজভী, পায়রা সুশীল সমাজ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, এইচপিএ সমবায় সমিতির সভাপতি হাসনা হেনা, শংকর শীল প্রমুখ। কর্মশালায় সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, সিএসও, পায়রা সুশীল সমাজ, জাগো নারীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

উল্লেখ্য, পটুয়াখালী সদর উপজেলার ১২টি ও গলাচিপা উপজেলার ২টি ইউনিয়নের রাইট টু গ্রো প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশু তাদের পূর্ণ সম্ভাবনায় পৌছাতে সক্ষম করে তোলার লক্ষ্যে শিশুদেরসহ মা ও কিশোরীদের সচেতন করতে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগীতায় এসডিএ ও এসডিএ এর সহায়তায় গঠিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কাজ বলে এসডিএ এর নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট