জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টিহীনতা দূর করে বেড়ে ওঠার লক্ষ্যে পটুয়াখালীতে চলমান রাইট টু গ্রো প্রকল্পের কর্ম এলাকায় প্রকল্পের কাজের প্রকৃত অবস্থা যাচাই ও প্রমান নির্মানের জন্য এক মিডিয়া অ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) বেলা ১১ টায় পিটিআই রোডস্থ সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী (এসডিএ) ট্রেনিং সেন্টারে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় এসডিএ আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন কর্মশালার সভাপতি এসডিএ’র নির্বাহী পরিচালক কে. এম. এনায়েত হোসেন।
রাইট টু গ্রো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শামীমা নাসরিনের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্পের সংক্ষিপ্ত বিবরনী, প্রকল্পের উল্লেখযোগ্য অর্জন ও অনুশীলনসমূহ মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার শামীমা নাসরিন। প্রকল্পের কেস স্টোরি প্রদর্শন করেন মিডিয়া প্রতিনিধি সাংবাদিক চিন্ময় কর্মকার। অতিথি হিসেবে আলোচনা করেন কমিউনিটি সোস্যাল অর্গানাইজেশন কমিটির সভাপতি শ. ম. দেলোয়ার হোসেন দিলিপ, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. হাসান সিকদার, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ কামরুন্নাহার শিমুল, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. সাইফুর রহমান, মরিচবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মাসুম মৃধা, বড়বিঘাই ইউপি চেয়ারম্যন মো. জাফর হাওলাদার। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন ম্যাক্স ফাউন্ডেশন’র ওয়াশ কোয়ালিটি কনট্রোল স্পেশালিস্ট সনাতন চন্দ্র দাস, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সাংবাদিক বিলাস দাস, সিএসও লিডার মো. মনিরুল ইসলাম, সিএসও শংকর কুমার, সিএসও হাদিছা আক্তার লামিয়া প্রমুখ।
কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রকল্প এলাকার ইউপি চেয়ারম্যানবৃন্দ, সিএসও লিডার ও সদস্যবৃন্দসহ ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।
উল্লেখ্য, ম্যাক্স ফাউন্ডশন বাংলাদশ এর সহযোগীতায় ২০২২ সাল হতে বাস্তবায়ন সংস্থা এসডিএ পটুয়াখালী জেলার সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও গলাচিপা উপজেলার ২টি ইউনিয়ন মোট ১৪টি ইউনিয়নে ৩৭৮টি সিএসও কমিটির ৭৯৯৮ জন সিএসও সদস্য পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টিহীনতা দূর করে বেড়ে ওঠার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে প্রজেক্ট ম্যানেজার শামীমা নাসরিন জানান।