জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ২০২৪-২০২৫ অর্থ বছরে পটুয়াখালী সদর উপজেলার যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে (৭ দিনব্যাপী) পারিবারিক হাসঁ- মুরগী পালন বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষন উদ্বোধন হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার নতুন বাজার ইউথ ফাউন্ডেশন কার্যালয়ে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে ও ইউথ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ইউথ ফাউন্ডেশনের সভাপতি আদনান শাহারিয়ার আবিদ এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় পারিবারিক হাঁস-মুরগী পালন বিষয়ক ৭ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন পটুয়াখালী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকমল হোসেন খান, আজাদ এন্টারপ্রাইজ এর সিইও মোঃ মনিরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাজ্জাদ তালুকদার প্রমুখ।