1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে জমিয়াতে হিযবুল্লাহ’র উদ্যোগে মানববন্ধন ও বি*ক্ষো*ভ মিছিল গা*জায় গ*ণহ*ত্যার প্রতি*বাদে পটুয়াখালীতে ছাত্রদলের বি*ক্ষো*ভ মিছিল বাউফলে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ নিয়ে আলোচনা ও নৌকা বাইচ অনুষ্ঠিত পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে স্কাউটস দিবস পালিত ফি*লিস্তি*নে ব*র্বরো*চিত হা*মলা*র প্রতি*বাদে গৌরনদীতে বি*ক্ষো*ভ ‘বাংলাদেশের রাজনীতি’ ফেক আইডি চালানো সন্দেহে আটক সিথীর জামিন ফি*লিস্তি*নে ই*সরা*ইলি ব*র্বর হা*মলা*র প্রতিবাদে পটুয়াখালীতে কয়েক হাজার নারী-পুরুষের বি*ক্ষো*ভ মিছিল পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত রাঙ্গাবালীতে মুগ ডালের বাম্পার ফলন; কৃষক-কৃষাণীদের মুখে হাসি পটুয়াখালীতে ১২ এপ্রিল থেকে এ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘটের হুঁশিয়ারি

পটুয়াখালীতে মার্কাজ মসজিদের ইমামকে লা*ঞ্ছি*ত করার প্রতি*বাদে সংবাদ সম্মেলন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলা শহরের হেতালিয়া বাঁধঘাটস্থ জেলা মার্কাজ মসজিদের ইমাম ও জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মো. সাইদুল ইসলামের উপর সা’দ পন্থী কর্তৃক বর্বর হামলার ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবীতে ওলামা মাশায়েখ, ইমাম পরিষদ ও তৌহিদী জনতার পক্ষে জমিয়তে উলামায় ইসলামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

শনিবার সকাল ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ, ইমাম পরিষদ ও তৌহিদী জনতার পক্ষে জেলা জমিয়তে উলামায় ইসলাম এর সভাপতি ও জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদরাসার মহা-পরিচালক মাওলানা আব্দুল হক কাওসারী।

লিখিত বক্তব্যে জেলা জমিয়তে উলামায় ইসলাম পটুয়াখালীর সভাপতি মাওঃ আব্দুল হক কাওসারী বলেন, ১০ জানুয়ারী শুক্রবার জেলা মার্কাজ মসজিদের ইমাম মাওঃ সাইদুল ইসলাম প্রতিদিনের ন্যায় আসর নামায পড়ানোর পর মেহরাব থেকে বের হওয়ার সময় আল আমিনসহ কয়েকজন সা’দ পন্থী সন্ত্রাসী ইমামকে মারধর করে শারীরিকভাবে হেনস্থা ও লাঞ্ছিত করে। এ সময় মুসুল্লিগণ ইমামকে উদ্ধার করার জন্য এগিয়ে গেলে তারাও হামলার শিকার হন। এতে মার্কাজ মসজিদ এলাকার মুসুল্লি ও জেলার সকল ইমাম ও ওলামা মাশায়েখদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় এবং উত্তেজিত মুসুল্লিরা তাৎক্ষনিক সন্ত্রাসীদের বিচার দাবীতে মহাসড়ক অবরোধের উদ্যোগ নেয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অনুরোধে শীর্ষস্থানীয় ওলামায় কেরাম মধ্যস্থতা করে উত্তেজিত মুসুল্লিদের দোষীদেরকে যথাযথ বিচারের আশ্বাস দিয়ে সা’দ পন্থীদের তাৎক্ষনিক মার্কাজ মসজিদ থেকে বের করার শর্তে মহাসড়ক অবরোধ থেকে বিরত করা হয়।

সংবাদ সম্মেলনে অতিসত্বর অপরাধীদের গ্রেফতার ও বিচার না হলে মহাসড়ক অবরোধ করার হুশিয়ারী করেন জমিয়তে উলামায় ইসলাম সভাপতি মাওঃ আব্দুল হক কাওসারী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সা’দ পন্থীদের হাতে লাঞ্ছিত ইমাম মাওঃ মো. সাইদুল ইসলাম, কওমী মাদরাসা বোর্ড পটুয়াখালীর সভাপতি মাওলানা আবুল কাসেম, জেলা জমিয়তে উলামায় ইসলাম’র সিনিয়র সহ- সভাপতি মাওঃ মোতাহার উদ্দিন, সহ-সভাপতি মাওঃ মো. আবু বক্কর, সাধারণ সম্পাদক মাওঃ মো. ওবায়দুল্লাহ ফারুক, সদস্য মাওঃ আবু তাহের, প্রফেসর মো. জহিরুল ইসলাম, মুফতী মুজিবুর রহমান ও মো. সাব্বির আহমদ প্রমুখ ওলামা মাশায়েখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট