জালাল আহমেদঃ পটুয়াখালীতে মুষলধারায় বৃষ্টিসহ বাতাসে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে কাঁচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। ১.৪০ মিঃ হতে আনুমানিক ২.২৫ মিনিট পর্যন্ত ৬৪.৪ মিঃ মিঃ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখী জানান।
আজ মঙ্গলবার দুপুর ১.৪০ মিঃ সময় বৃষ্টি শুরু হয়ে তা স্থায়ী হয় ২.২৫ মিঃ পর্যন্ত। এ সময়ে ৬৪.৪ মি. মি. বৃষ্টি রেকর্ড করা হয়। এ বৃষ্টিপাতের সময় বাতাসে পিটিআই রোড, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় চাম্বলগাছসহ ছোট-বড় অনেক গাছ উপড়ে পড়েছে। মুগডালের ১০ পার্সেন্ট ক্ষতি হলেও কৃষকদের আউশ আবাদ বাড়বে বলে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা জানান। সরজমিনে নতুন বাজার এলাকা ঘুরে দেখা গেছে, নতুন বাজার এলাকার মানিক হাওলাদারের টিনশেডের ঘরের পাশে এক বিশাল চাম্বল গাছ উপড়ে পড়ে দুটি ঘর ভেঙ্গে গেছে।
পটুয়াখালী পাওয়ার হাউজের প্রকৌশলী জানান, “বৃষ্টি ও বাতাসের ফলে বিভিন্ন স্থানে গাছ পালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। গাছ পালা কেটে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য কাজ চলছে।”