জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী কর্তৃক পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা-২০২৪ প্রদান অনুষ্ঠিত।
শনিবার ( ২৮ ডিসেম্বর) সুরাইয়া ভবন প্রাঙ্গনে জাতাীয়তাবাদী মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ জলিল হিরু এর সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা এ্যাডভোকেট মো. সবুজের উপস্থাপনায় মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. মোহসীন উদ্দিন, জেলা যুবদলের নেতা এ্যাড. তৌফিক আলী খান কবির, বিএনপি নেতা দুলাল মাদবর, মহিলা দলের নেত্রী নাজমুন নাহার হিরু, খন্দকার আব্দুর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট-২০২৪ ও ক্যাপ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী।