জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা এবং তারুণ্যের লোক ও কারুশিল্প মেলা-২০২৫।
বুধবার (৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে “ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়” এই শ্লোগান কে সামনে রেখে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা এবং তারুণ্যের লোক ও কারুশিল্প মেলা-২০২৫ এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। এ মেলায় উদ্যোক্তাদের জন্য ১০০টি স্টলে পটুয়াখালী জেলাসহ বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন পন্য নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। এছাড়া শিশুদের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন রাইড এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে ও রশিদ কিশলয় বিদ্যায়তনের সহকারী শিক্ষক ইয়া হাদিয়া সোনামনির উপস্থাপনায় মেলার উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন বিসিক পটুয়াখালীর মহাব্যবস্থাপক মো. আলমগীর সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান এবং বিসিক প্রধান কার্যালয়ের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “বিসিক মেলা উদ্যোক্তাদের সৃজনশীলতা ও কারুশিল্পকে তুলে ধরার একটি চমৎকার মঞ্চ। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা চেতনাকে জাগিয়ে তুলবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”
মেলায় স্থানীয় উদ্যোক্তারা বিভিন্ন ধরনের হস্তশিল্প, লোকশিল্প ও পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন করছেন। মেলা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ সময় আরও বক্তব্য রাখেন চেম্বার অব কামার্স এর সভাপতি মো. কামাল হোসেন, জামায়াত ইসলাম এর জেলা আমীর এ্যাডভোকেট মো. নাজমুল আহসান ও গণ অধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু প্রমূখ।