পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে জেলা প্রশাসন ও বিসিক কার্যালয়ের উদ্যোগে পক্ষকাল ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় ডিসি স্কয়ার মাঠে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, পটুয়াখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নরুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুলতান আহমেদ মৃধা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার।
স্বাগত বক্তব্য রাখেন বিসিক পটুয়াখালীর সহকারী মহাব্যবস্থাপক মো.আলমগীর সিকদার। আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম প্রমুখ।
মেলায় পটুয়াখালী জেলাসহ বিভিন্ন জেলার বিসিক উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের ১২০টি স্টলে দেশী-বিদেশী হরেক রকমের উন্নত পণ্যের প্রদর্শন করা হয়।