সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ বৃহস্পতিবার (২৩ মে) বিকেল ৪টায় হাজী আক্কেল আলী হাওলাদার কলেজে গ্রাম বাংলা উন্নয়ন কমিটির অর্থায়নে আদর্শ মানবসেবা সংস্থা ও হাজী আক্কেল আলী হাওলাদার কলেজের সহায়তায় “তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৪ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত কলেজের অধ্যক্ষ জনাব সুলতান হাওলাদার। তিনি বলেন, বর্তমান সমাজের হাতিয়ার হচ্ছে যুব সমাজ। তিনি যুব সমাজকে শক্তিশালী করতে সবার প্রতি অনুরোধ জানান।উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ মানবসেবা সংস্থা এর নির্বাহী পরিচালক আফরোজা আকবর। তিনি তামাক কোম্পানির নানা অপতৎপরতা তুলে ধরেন এবং শিশুরা কিভাবে তামাক থেকে দুরে থাকতে পারে তার দিক নির্দেশনা তুলে ধরেন।
বক্তারা তামাক এর বিরুদ্ধে কাজ করার জন্য গ্রাম বাংলা উন্নয়ন কমিটিকে ধন্যবাদ দিয়ে ভবিষ্যতে এই রকম কার্যক্রম চলমান রাখার অনুরোধ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।