জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় সরকারের পক্ষ থেকে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে।
শুক্রবার বাদজুমা জেলা মডেল মসজিদে দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা তানভীরুল ইসলাম। এসময় জেলা প্রশাসক নূর কুতুবুল আলমসহ জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত শেষে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, “বিগত আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় জেলার সকল মসজিদে বিশেষ দোয়া, অন্যান্য উপসানালয়গুলোতো বিশেষ প্রার্থনা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থ ব্যক্তির পরিবার ও আহতদের সুচিকিৎসার জন্য জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছে।”