জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ৫ ডিসেম্বর আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে পটুয়াখালীতে র্যালী, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহষ্পতিবার সকাল ৯ টায় সার্কিট হাউজ এর সামনে থেকে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দক্ষিন বাংলা সমাজকল্যান সংস্থা পটুয়াখালীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে পটুয়াখালী প্রেসক্লাব ভবনের সামনে এসে শেষ হয়।
পরে সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত হোসেন মোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টুি, বক্ষব্যাধি টিবি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর রহমান জিয়া, পিএলসি জনতা ব্যাংক চৌরাস্তা শাখার ব্যবস্থাপক মো. আরিফ হোসেন কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরকারি কৌসুলি মো. হুমায়ুন কবির।
আরও বক্তব্য রাখেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী বাসীর ভলান্টিয়ার তানিম, ইউথ পাওয়ার পটুয়াখালীর মো. জাহিদ, ব্লাড ফাউন্ডেশনের তোফাজ্জেল হোসেন, সৌন্দর্যের লীলাভূমির সরোয়ার সবুজ, ব্লাড এজেন্সির আসিব তালুকদার, রূপসী বাংলার প্রতিনিধি মো. আরিফ, বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির আবু মুসা, ইউথ ফোরামের জহিরুল ইসলাম, বিডি ক্লিন এর প্রতিনিধি আসাদুজ্জামান, ও পটুয়াখালীর হাবিব।
বক্তারা সামাজিক কার্যক্রমের পাশাপাশি আইন শৃংঙ্খলা রক্ষাসহ দেশের উন্নয়নে কাজ করারও আহবান জানান স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের যুবক ভলান্টিয়ারদের প্রতি। সভায় কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের ও সামাজিক কার্যক্রমে বিশেষ অবদান ও ভূমিকার জন্য সংগঠন প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।
এর আগে সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।