জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীর নতুন বাজার এ্যাকোয়ার্ড স্টেটে পাঁষানময়ী কালীমাতার মন্দির অঙ্গনে দুদিনব্যাপী বিভিন্ন আয়োজনে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূঁজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সমাপনী দিন রাত ৮ টায় পূজা মন্ডপ প্রাঙ্গনে পূজার আয়োজক সংগঠন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জীর উপস্থাপনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হাই, জেলা হিন্ধু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা মানস দত্ত। পরে ধর্মীয় সংগীত ও শিশুদের নৃত্যানুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।