জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে একটি পরিবহন বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের করমজাতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহতের নাম এম ডি গোলাম মাওলা মানিক (৪৪)। পটুয়াখালী পৌরসভার চৌরাস্তা এলাকার আবদুল মান্নান সিকদারের ছেলে গোলাম মাওলা মানিক কলাপাড়া ইউনিয়নের নয়াকাটা ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে ঢাকাগামী একটি বাস কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসছিলো, পথিমধ্যে পটুয়াখালী সদর উপজেলার করমজাতলা নামক স্থানে পৌছলে উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এম ডি গোলাম মাওলা মানিকের মৃত্যু ঘটে। ঘটনার পর ঘাতক এনা পরিবহনের চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটিকে আটক করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। বাস আটক আছে কিন্তু চালক পালিয়ে গেছেন। তহসিলদার গোলাম মাওলা মানিকের মৃত্যুতে পটুয়াখালী জেলা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সমিতির সভাপতি মো. শাহজাহান শিকদার ও সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।