জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কঠোর ব্যবস্থা নাও, আছিয়াসহ সকল নারী ধর্ষণ-হত্যা ও নিপীড়নের দ্রুত বিচার সম্পন্ন কর, মব সন্ত্রাস বন্ধ কর ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন কর, ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ কর এবং অবিলম্বে জাতীয় নির্বাচনের রোড-ম্যাপ ঘোষনার দাবীতে পটুয়াখালীতে বাম গনতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকালে কলেজ রোডস্থ জাতীয় মহিলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বনানী মোড়, কাঠপট্টি মোড়, পুরান বাজার, লঞ্চঘাট, শহীদ আলাউদ্দিন শিশুপার্ক মোড় সড়কে পৃথক পথসভায় উক্ত দাবীতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা বাসদ’র সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শমির কর্মকার ও যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ নাগ প্রমুখ।