জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁনটুপির অনুসারী ২১ গ্রামের ২৫ হাজার মানুষ উদযাপন করছেন মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আযহা।
রবিবার (১৬ জুন) সকাল সাতটায় জেলার কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার সদর উপজেলার বদরপুর দরবার শরীফসহ ৪ গ্রামে, কলাপাড়ার ৭ গ্রামে, রাঙ্গাবালীর ২ গ্রামে, গলাচিপার ৩ গ্রামে, দুমকীর ২ গ্রাম ও বাউফল উপজেলার ৩ গ্রামে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে এসব গ্রামে সকাল থেকে বিরাজ করছে উৎসবের আমেজ।
স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চাঁনটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন তারা। পটুয়াখালী সদরের বদরপুর ইউনিয়নের বদরপুর দরবার শরীফে সকাল সাড়ে ৮ টায় ঈদুল আজহার নামায অনুষ্ঠিত হয়। এ ঈদ জামাত পরিচালনা করেন দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল গনি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বদরপুর দরবার শরীফের পরিচালক পর্ষদের অন্যতম সদস্য আলহাজ্ব মো. নাজমুস শাহাদাৎ। নামায শেষে এসব স্থানে পশু কোরবানী করা হয়।