1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রে*প্তার বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত

পটুয়াখালীতে বখাটেদের কর্তৃক কলেজ ছাত্রী লা*ঞ্ছি*ত; ঘৃনায় ছাত্রীর আ*ত্মহ*ত্যা

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ইতি দাস (১৯) নামে অনার্স পড়ুয়া ছাত্রী বন্ধুর সাথে হোটেলে নাস্তা করার সময় বখাটে সন্ত্রাসীদের কর্তৃক লাঞ্ছিত হন। এ ঘটনায় লজ্জায় অভিমানে কলেজ ছাত্রী ইতি আত্মহত্যা করে বলে স্থানীয়রা জানান।

সোমবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিজ বাসা থেকে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইতি দাস বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডের বাসিন্দা সমির দাসের মেয়ে। তিনি বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

সংশিষ্ট সূত্রে জানা যায়, সরস্বতী পূজা উপলক্ষে তার বন্ধুর সাথে ঘুরতে বের হন। দুপুর ১২টার দিকে তারা পাবলিক মাঠ সংলগ্ন ঢাকাইয়া ফাস্টফুড নামক এক রেস্তোরাঁয় যান। সেখানে স্থানীয় জাতীয় পার্টির নেতা মহসিন হাওলাদারের ছেলে রিদয় রায়হান তাদের দেখে জিজ্ঞাসাবাদ করেন এবং উভয়ের পরিবারকে ডেকে নিয়ে যেতে বলেন। ইতি দাসের এক বন্ধু বাউফল থানায় গিয়ে এসআই শাহিনকে নিয়ে ঘটনাস্থলে নিয়ে যায়। তিনি এসে তাদের থানায় নিয়ে যান এবং পরে ছেড়ে দেয়। সাড়ে ৪টার দিকে ইতি দাস বাড়ি চলে যান। রাতের খাবারের সময় তাকে ডাকতে গেলে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় পান।

এ বিষয়ে রিদয় রায়হান বলেন, “তিনি তাদের আপত্তিকর অবস্থায় পেয়ে পরিবারকে ডেকে নিয়ে যেতে বলেন। পরিবার না এসে পুলিশ পাঠালে বিষয়টি জানাজানি হয় এবং মেয়েটি কান্না করতে করতে বাড়ি চলে যায়।”

বাউফল থানার এসআই শাহিন বলেন, “এ ঘটনার মাষ্টারমাইন্ড হচ্ছে রিদয়। গতকাল থানায় এক ছেলে এসে বলে আমাদের মটর সাইকেল আটকে রেখেছে ,পরবর্তীতে আমি গিয়ে মটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসি। তখন রিদয় আমাকে বলে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এখানে যে মেয়ে সংক্রান্ত বিষয় আছে তা জানতাম না। আমি তাদের থানায় অভিযোগ দিতে বলেছি কিন্তু তারা তা করেনি।”

এ বিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, “ইতি দাসের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট