জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল ১০ টায় শহীদ স্মৃতি পাঠাগারের সামনে স্বাধীন ফিলিস্তিন সংহতি পরিষদ পটুয়াখালী এর ব্যানারে “ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধ করো” শ্লোগান নিয়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির প্রবীন রাজনীতিবিদ ও একেএম কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. মুস্তাফিজুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা এবং এ্যাডভোকেট শুভ্র চন্দ্র শীল।
বক্তারা ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার তীব্র প্রতিবাদ করে গণহত্যা বন্ধ করার আহবান জানান। মানববন্ধনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।