জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীতে ৮০ জন দরিদ্র, অস্বচ্ছল ও অসুস্থ নারী- পুরুষকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের ৭৫ লক্ষ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় ফায়ার সার্ভিস রোডস্থ সিটি টাওয়ার ভবনের নীচতলায় পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুবিধা ভোগীদের হাতে চেক তুলে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ- কমিটির সাবেক সহ- সম্পাদক ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আশরাফ আলী।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাংবাদিক জাকির মাহমুদ সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ, সহ- সভাপতি মো. জাকির হোসেন এবং মির্জাগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রানু বেগম সহ আরও অনেকে।
এ সময় ৮০ জন অসুস্থ, অস্বচ্ছল, দরিদ্র নারী-পুরুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর ত্রান তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের ৭৫ লক্ষ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আশরাফ আলী।