জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৮ টায় পটুয়াখালী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের শুরুতে ঈদুল ফিতরের ফজিলত ও জামাত আদায়ের গুরুত্ব সম্পর্কে বয়ান করেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ। তিনি জামাত শেষে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য এবং পৌরবাসীর সুখ ও শান্তি এবং উন্নতি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ সময় তাকে সহযোগিতা করেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের। জামাতে আগত মুসুল্লিদেরকে স্বাগত ও ঈদ শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন দ্বিতীয়বার নির্বাচিত মেয়র মহিউদ্দিন আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান ও পৌর কাউন্সিলরবৃন্দসহ হাজার হাজার মুসুল্লি।
এছাড়া পৌনে ৮ টায় দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে জেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে। এখানে ইমামতি করেন মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা তানভীরুল ইসলাম। এ জামাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম-বিপিএমসহ জজশিপের জজ ও বিচারকবৃন্দ এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও চরপাড়া জেলা প্রশাসক ঈদগাহ ময়দানসহ অন্যান্য ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।