জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত পরেশ বিশ্বাসের খুনীদের বিচার ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে স্বজনরাসহ স্থানীয়রা।
আজ সোমবার (১৫ জুলাই) সোমবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নিহত পরেশ বিশ্বাসের স্ত্রী, ভাই, বোনসহ পরিবারের অন্যান্য সদস্যসহ স্থানীয় শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জমিজমা বিরোধের জেরে গত ১১ জুলাই বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে পরেশ বিশ্বাস চাষাবাদ করতে গেলে বিরোধী পক্ষ ফারুকসহ তার সহযোগীরা চাষাবাদে বাধা দেয়। এক পর্যায়ে ফারুক ও তার সহযোগীরা লাঠিসোঁটা ও লোহার পাইপ নিয়ে পরেশ বিশ্বাস এবং তার পরিবারের ওপরে হামলা চালায়। হামলায় পরেশ বিশ্বাস, মানবিকা বিশ্বাস ও পলাশী বিশ্বাস গুরুতর আহত হয়। আহত পরেশকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই সন্ধ্যায় পরেশ বিশ্বাস মৃত্যু বরণ করেন। এ ঘটনায় বাউফল থানায় অভিযোগ করলেও অদ্যবধি কেউ গ্রেফতার হয়নি বলে মানববন্ধনে অভিযোগ করেন নিহত পরশের স্বজনরা। তারা পরেশ হত্যা ঘটনার সাথে জড়িত সকল আসামীকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য পটুয়াখালী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জোর দাবী জানান।