ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ পহেলা রমজান থেকে পটুয়াখালীতে শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে ইফতারখানা চালিয়ে যাচ্ছে পটুয়াখালীবাসী নামে একটি সংগঠন। সমাজের বিত্তশালী মানুষের আর্থিক সহযোগিতায় চলছে তাদের এই কার্যক্রম। পটুয়াখালীর ঝাউতলায় প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার করানো এই ইফতারখানায়। মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনী, খেজুর, কলা ও শরবত সহ নানান আইটেম দেখা গেছে ইফতারির জন্য।সংগঠনটির পক্ষ থেকে রায়হান জানান, তারা তাদের এই কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে অব্যাহত রাখবেন এবং ধীরে ধীরে ইফতারির পরিমানও বাড়ানো হবে। সারাদিন রোজা রেখে বিনামূল্যে ইফতারি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শ্রমজীবী মানুষেরা। তারা এমন আয়োজনের জন্য পটুয়াখালীবাসীকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।