1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রে*প্তার বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হলো “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস “

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭০ বার পড়া হয়েছে

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালীঃ “উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্ণীতির বিরুদ্বে আমরা ঐক্যবদ্ধ” এমনই শ্লোগানে পটুয়াখালী জেলা প্রশাসন এর সহযোগীতায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নানা কর্মসূচি পালিত হয়।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তলন ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসুচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জনাব শিরীন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ নুর কুতুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, দুদক উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সিভিল সার্জন মোঃ এস এম কবির হাসান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবে’র সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান সাধারন সম্পাদক এম নাজিম উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুদক দুটি বিষয় নিয়ে নিয়মিত কাজ করছে। একটি দুর্নীতি দমন ও অপরটি দুর্নীতি প্রতিরোধ। এছাড়াও দুর্নীতির মামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে নিরুৎসাহিত করেন।
এছাড়াও দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির কূফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহরের সোনালি ব্যংকের সামনে বঙ্গবন্ধু মোড়ালে পাদদেশে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পটুয়াখালী জেলা প্রশাসন, দুদক এর অফিসারবৃন্দ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সনাক ও টিআইবির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট