পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোঃ রেজাউল করিমের পিতা আব্দুল মন্নান মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৭ টায় পূর্ব হেতালিয়া নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি..... রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পটুয়াখালী জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ফনিভূষন রায় পরিষদের সকল সদস্যসহ জেলার সকল সরকারী কর্মচারী পক্ষে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোক বিবৃতি দিয়েছেন। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিকাল ৫.৩০ টায় পূর্ব হেতালিয়া গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।