ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় দক্ষিণ বঙ্গ বৃদ্ধাশ্রমে দৈনিক যুগান্তরের দক্ষিণ প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমানের উদ্যোগে বৃদ্ধাশ্রমের সদস্যদের নিয়ে কেক কেটে ও উন্নত মানের খাবার পরিবেশনের মধ্য দিয়ে দেশের বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক যুগান্তরের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় জনপ্রিয় দৈনিক সাথী পত্রিকার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সহ বৃদ্ধাশ্রমের সদস্যগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।