জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় আরামবাগে বীর মুক্তিযোদ্ধা এস এ জলিল হিরু মিয়ার বাসভবনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এ জলিল হিরু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এএসপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক আরআই বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন মিয়া, সাবেক এএসপি বীর মুক্তিযোদ্ধা মো. এয়াকুব আলী প্রমুখ।
জেলা প্রশাসনের সহায়তায় সদর উপজেলা, মির্জাগঞ্জ উপজেলা, দুমকি উপজেলা ও বাউফল উপজেলায় দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে শীতবস্ত্র কম্বল দেয়া হয়েছে বলে বীর মুক্তিযোদ্ধা এসএ জলিল হিরু নিশ্চিত করেছেন।