জেছমিন, পটুয়াখালীঃ পটুয়াখালীতে দুর্যোগে আগাম সতর্কতায় ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালী ইটবাড়িয়া শারিকখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জিএফএফও-মাল্টি হ্যাজার্ড চাইল্ড সেন্টারড এন্টিসিপেটরি একশন প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা জাগোনারীর উদ্যোগে জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে সেইভ দ্যা চিলড্রেন এর সার্বিক সহায়তায় এবং রাইমসের কারিগরি সহায়তায় এ মহড়ার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খন্দকারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম।
এসময় প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্স ও জাগোনারী'র প্রকল্প কমকর্তা লাইজু আক্তার, প্রকল্প কর্মকর্তা লাইজু আক্তার, মনিটরিং অফিসার মারিয়া আক্তার জিন্তু, সহকারী প্রকল্প কর্মকর্তা জিন্নাত হাওলাদার, ওবাইদুল হক, আব্দুল লতিফসহ সিসিএএ প্রকল্পের সকল ভলান্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির শুরু থেকে আগাম, পূর্ব ও দুর্যোগ পরবর্তী করণীয় বিষয়ে বাস্তব অনুশীলন করা হয়।