জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে শীতের তিব্রতায় হত দরিদ্র মানুষ যখন দুর্ভোগে, তখন মানবতার সেবায় এগিয়ে এসেছেন প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর একেএম শহীদুল ইসলাম।
শনিবার (৭ ডিসেম্বর) বিকালে পিটিআই ভবনের মিলনায়তনে দুঃস্থ হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্টের সভাপতি প্রফেসর একেএম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মো. সোহরাব হোসেন, ট্রাস্টের আজীবন সদস্য ও বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার( পিআরএল) মো. নাজমুল হক।
কম্বল বিতরণের সময় ট্রাস্টের সভাপতি প্রফেসর একেএম শহীদুল ইসলাম শীতার্ত দরিদ্র মানুষের জন্য সমাজের সকল মানবিক মানুষকে এগিয়ে আসার আহবান জানান।