ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ বুধবার (১০ জানুয়ারী) বিকেল ৪ টায় পটুয়াখালী শহরের সবুজবাগ মোড় সংলগ্ন লতিফ স্কুল রোডে সাশ্রয়ী সেবার প্রতিশ্রুতি নিয়ে ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে “দি ইউনাইটেড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক পয়েন্ট” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
হসপিটালের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আলমগীর হোসেন, ডাঃ শারমিন আক্তার পপি, ডাঃ তানজিলা তুজ জাহান মালিহা এবং কাজল রানী কর্মকার সহ চিকিৎসক, নার্স, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
হসপিটালের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান জানান, “কম খরচে সব ধরনের পরীক্ষা-নীরিক্ষার সুবিধা থাকবে এই হসপিটালে এবং সব ধরনের রোগীই এখানে চিকিৎসা করাতে পারবেন। সার্বক্ষণিক একজন ডাক্তার নিয়োজিত থাকবেন। এছাড়াও বাহির থেকে অনেক ডাক্তার এখানে নিয়মিত রোগী দেখবেন।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।