এম জাফরান হারুন, পটুয়াখালীঃ অমর একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসে পটুয়াখালীর দশমিনায় দানব যান মালবাহী ট্রলি গাড়ির চাপায় এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তানজিলা (৩০) এবং মো. রাকিব (২৩)। এদের মধ্যে তানজিলা উপজেলা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জিয়ারুলের স্ত্রী ও অন্যজন মো. রাকিব হোসেন, তিনি ট্রলির চালক ছিলেন।
আহতরা হলেন, নিহত তানজিলার বড় ছেলে মো. আবদুল্লাহ (৬), একবছর বয়সের ছোট ছেলে আবু বকর এবং সাথে থাকা অটো রিক্সা চালক মো. খলিল (৩২)। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও অটোরিকশা যাত্রী তানিয়া জানান, দশমিনা সদরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আরজবেগী সড়কে আমাদের ব্যাটারিচালিত অটো রিকশাকে একটি ট্রলি চাপা দেয়। এতে আমার সঙ্গে থাকা তাজজিলা ট্রলির নিচে পড়ে যায়। আমি ও সঙ্গে থাকা ছেলে দুটো নিয়ে ছিটকে পড়ি। তাছাড়া ট্রলিচালক মো. রাকিবকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে বগা ফেরিঘাটে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এবিষয়ে দশমিনা থানার ওসি মোহাম্মাদ আবদুল আলীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “মাহিন্দ্রা ট্রলিটি জব্দ করা হয়েছে। এবং এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”