সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ তিন শতাধিক প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ এবং ছানী অপারেশন কার্যক্রমের মধ্যে দিয়ে পটুয়াখালীতে আত্মপ্রকাশ করেছে আয়েশা হাফিজ ফাউন্ডেশন।
বুধবার (২২ মে) দুপুরে শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফাউন্ডেশনের জনকল্যাণমুখী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ও তার সহধর্মিণী আয়েশা হুমায়রা। এসময় তাদের দুই শিশু সন্তান সহ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক একে এম খায়েরুল আহসান খায়েরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় ফাউন্ডেশনের কর্ণধার চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, “একটি টেকসই মানবিক পদক্ষেপ” স্লোগানে আয়েশা হাফিজ ফাউন্ডেশনের প্রতিটি কর্মসূচি হবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সহায়ক। সরকারি চলমান সেবাসমূহ মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে তথ্যের অবাধ প্রচারসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সচেতনতা বৃদ্ধি ও তাদের অভিযোজন ক্ষমতা উন্নয়নে কর্মসূচি গ্রহণ করা হবে। সকল কর্মসূচী হবে অত্যন্ত কার্যকর ও টেকসই, যা মানুষের শারিরীক, মানসিক, অর্থনৈতিক পরিবর্তন ঘটাতে সহযোগিতা করবে।