জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটুয়াখালীতে তিনদিন ব্যাপী স্বাস্থ্য ও বই মেলা চলছে।
শুক্রবার বিকেলে ডিসি স্কয়ারে আকাশে বেলুন উড়িয়ে স্বাস্থ্য ও বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরফীন।
পরে মেলা মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা ইয়া হাদিয়া সোনামনির সঞ্চালনায় একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, পৌর প্রশাসক মো. জুয়েল রানা, পটুয়াখালী জেলা জামায়াতের আমীর অ্যাড. নাজমুল আহসান, গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ মো. নজরুল ইসলাম লিটু, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া।
সভায় ভাষা ভিত্তিক বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ মেলা চলবে তিন দিন।