এম জাফরান হারুন, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপা থেকে চাঁদপুরগামী একটি ট্রলারে তরমুজবোঝাই যাওয়ার পথে রাতের গভীরে এক সংঘবদ্ধ ডাকাতদলের হামলার ঘটনা ঘটেছে। এসময় গণপিটুনিতে একজন ডাকাত নিহত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়ন এলাকার তেতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। হামলায় ট্রলারে থাকা ৮ জন আহত হয়েছেন। এসময় সাহসিকতার সঙ্গে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ট্রলারে থাকা ব্যবসায়ীরা।
জানা গেছে, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা এলাকা থেকে ৫ মালিকের ১০ হাজার পিস তরমুজ নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। রাত আড়াইটার দিকে ৭ সদস্যের সংঘবদ্ধ ডাকাতদল ট্রলারে আক্রমণ চালায়। ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন শহিদুল মাতব্বর (৫০), মেহেদী হাসান ও সেলিম মাঝি। তাদেরকে প্রথমে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আহত ফিরোজ মাতব্বর, বারেক মাতব্বর, ফরহাদ হোসেন, ফয়সাল ও হাবু পেশকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ৮ জনের বাড়ি গলাচিপা উপজেলার চরশিবা গ্রামে।
এদিকে, আটক ডাকাতকে গুরুত্বর আহত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানা গেছে।
বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, "আটককৃত ডাকাতকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে পুলিশের জিম্মায় চিকিৎসা দেওয়া হচ্ছিল পটুয়াখালী সরকারি হাসপাতালে। সেখানে দুপুরের পরে মারা গেছে। বর্তমানে তরমুজ বোঝাই ট্রলারটি ধূলিয়া লঞ্চঘাটে নিরাপদে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
এদিকে তরমুজ ব্যবসায়ীরা এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এবং নৌপথে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।